Download Free BIGtheme.net
Home / খেলা / বিপিএল শুরু ৪ নভেম্বর

বিপিএল শুরু ৪ নভেম্বর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় বিপিএল-এর গভর্নিং কাউন্সিল।

গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।

নতুন দল হিসেবে থাকছে সিলেট। তবে ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত ডকুমেন্ট দিতে ব্যর্থ হলে দলের সংখ্যা কমতে পারে বলেও জানিয়েছে কাউন্সিল। তারা আরো জানিয়েছে, এই আসরে ম্যাচ হবে ৬০টি। মোট ৩টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

প্রতিটি দলে আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি মিলিয়ে খেলোয়াড় থাকবে ৪জন। তবে স্থানীয় খেলোয়াড়দের খেলানোর ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কমপক্ষে ১০ জন ও সর্বোচ্চ ১৩জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে দলগুলোকে। আর আগের বার ৪জন বিদেশি খেলোয়াড় রাখার নিয়ম থাকলেও এবার সেই সংখ্যা আরো একজন বাড়ানো হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসময় উপস্থিত ছিলেন।

Comments

comments