জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেলোয়ার হোসেন গোপালগঞ্জে সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী এলাকায়, অটোচালক আজাদ (৩২) সদর উপজেলার মাঝগাতি এলাকার বাসিন্দা ও মোজাহিদ মোল্লা চর কোগরা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তাৎক্ষণিক নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, যাত্রী নিয়ে মাইক্রোবাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বেটগ্রাম থেকে মান্দারতলা যাচ্ছিল।
পথে চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোতে থাকা এএসআই দেলোয়ার হোসেনসহ তিনজন নিহত হন। এসময় আহত হয় অন্তত পাঁচজন।
তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
Comments
comments