Download Free BIGtheme.net
Home / জেলার খবর / গাইবান্ধায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মেহেরপুর জেলার গাংনি উপজেলার মিনাপাড়ার মোকছেদ আলীর ছেলে মহিবুল (৪৭) ও একই উপজেলার কামার খালি এলাকার আফজাল মিয়ার ছেলে মানু মিয়া (৪৫)। নিহত দুজন গরু ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার জানান, ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক ও রংপুরগামী সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুর ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হন।

এ সময় আহত হন আরো দুইজন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দুটি গরুও মারা যায়।

তিনি আরো জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। দুপুরের মধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

Comments

comments