Download Free BIGtheme.net
Home / বিনোদন / ‘আল্লাহ মেহেরবান’ গানে নুসরাত ফারিয়ার পোশাক নিয়ে বিতর্ক (ভিডিও)

‘আল্লাহ মেহেরবান’ গানে নুসরাত ফারিয়ার পোশাক নিয়ে বিতর্ক (ভিডিও)

বিনোদন ডেস্ক: জিৎ-নুসরাত ফারিয়া অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘বস ২’ এর একটি আইটেম গান গতকাল শুক্রবার ইউটিউবে রিলিজ হয়েছে। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটিতে নেচেছেন জিত ও নুসরাত ফারিয়া। কিন্তু গানের কথার সাথে চিত্রায়নের নুসরাত ফারিয়ার খোলামেলা পোশাক আর আবেদময়ী নৃত্যের কারণে শুরু হয়েছে সমালোচনা।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর সমালোচনা শুরু হয়। শুধু তাই নয়, ইউটিউবেও ওই ভিডিওটিতে গিয়ে দেখা যায় বিভিন্ন জনকে নানা রকমের গালিগালাজ করতে।

তাদের অভিযোগ, গানের শিরোনাম, কথা অথবা ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক। যেখানে জিৎ-এর কালো কাবলি-পাগড়ি-ড্রেসআপ এবং উপস্থিতি একেবারেই স্বাভাবিক বলে মনে করছে সমালোচকরা। সেখানে বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক- সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

তবে এসব সমালোচনা কানে না তুলে ফারিয়া বলছেন, ‘এই গান নিয়ে আমি দারুণ এক্সাইটেড, গানটিতে আমি বেলি ড্যান্সের চেষ্টা করছি। ‘

‘বস ২’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। আইটেম গানটির কথা লিখেছেন প্রাঞ্জল, সুর ও সঙ্গীতে আছেন জিৎ গাঙ্গুলী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ ও জনিতা।

প্রসঙ্গত, গানটি এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ দেখেছেন। ইউটিউবে মুক্তি পাওয়া ছবির গানে সাধারণত ডিস লাইক পডে খুবই কম। কিন্তু ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটিতে ঘটেছে ব্যতিক্রম।

Comments

comments