শিক্ষা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এ অফিস আদেশে বলা হয়-সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল ২৬-০৫-২০১৭ তারিখে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল ছাত্র-ছাত্রী আজ ২৭-০৫-২০১৭ তারিখ উপাচার্য মহোদয়ের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং সেখানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করে।
বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে অদ্য ২৭-০৫-২০১৭ তারিখ রাত ১০-০০ টায় উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করাসহ আগামীকাল (২৮ মে) সকাল ১০-০০ টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে হল খালি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানরত সকল ছাত্র-ছাত্রীকে আগামীকাল ২৮-০৫-২০১৭ তারিখ সকাল ১০-০০ টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, গত ২৬ মে শুক্রবার ভোরে ক্যাম্পাসের সিএন্ডবি এলাকায় বাস দুর্ঘটনায় মার্কেটিং ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩ তম আবর্তনের রানা ও আরাফতা নামের দুই শিক্ষার্থী নিহত হয়।
Comments
comments