শিক্ষা ডেস্ক: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে ৫৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফল পরিবর্তন হয়ে পুন:নিরীক্ষার জন্য আবেদনকৃত বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। মঙ্গলবার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ফল প্রকাশের পর ৩০ হাজার ২৪০ পরীক্ষার্থী ৬৪ হাজার ৮৮৯টি উত্তরপত্রের পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গণিতে সর্বোচ্চ আবেদন করেছে ৭ হাজার ৬৭ জন এবং ইংরেজি বিষয়ে আবেদন করেছে ৪ হাজার ৪৫৯ জন।
তিনি আরও জানান, আবেদনকারীদের মধ্যে ৫৭৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ৪৪ জন জিপিএ-৫ পেয়েছেন। অকৃতকার্যদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৯ জন। অন্যান্য বিষয়ে জিপিএ পরিবর্তন হয়ে ৩৯২ জনের।
Comments
comments