Download Free BIGtheme.net
Home / খেলা / মাশরাফির ‘সেঞ্চুরি’

মাশরাফির ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ক্রিকেটারদের সেঞ্চুরি আমরা হরহামেশাই দেখি। কিন্তু বল হাতে সেঞ্চুরি, তাও বিদেশের মাটিতে! দুর্লভ এই কীর্তি গড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে দেশের বাইরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক শ’ উইকেটের মালিক হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০১জুন) চ্যাম্পিয়নস ট্রফির উদ্ধোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা থেকে এককদম মানে মাশরাফির দরকার ছিল একটি উইকেট।

জেসন রয়ের উইকেট শিকার করে বিদেশের মাটিতে উইকেট শিকারের সেঞ্চুরি পূর্ণ করেন ‘নড়াইল এক্সপ্রেস।’

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিদেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ১০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মাশরাফি। ৮৫ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন মাশরাফি।

তালিকার দুইয়ে থাকা সাকিবের উইকেট সংখ্যা ৮২ ম্যাচে ৮৭টি। তিনে রয়েছেন আব্দুর রাজ্জাক। ৭৪ ম্যাচে ৮৫টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া বিদেশের মাটিতে ওয়ানডেতে পঞ্চাশ বা তার চেয়ে বেশি উইকেট পাওয়া বাংলাদেশের আরেকজন হলেন মোহাম্মদ রফিক (৭৯ ম্যাচে ৬৫ উইকেট)।

Comments

comments