অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার বিকেল ৫টা থেকে থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত ভারি বর্ষণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এই কথা জানানো হয়।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগড়ে অবস্থানরত লঘুচাপের সক্রিয় প্রভাব বাংলাদেশে রয়েছে। এতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
Comments
comments