তুমি এসো
আরে এক বেলার জন্য এসোঃ
জানিতো তুমি অনেক ব্যস্ত,
আমার মত তো বেকার কবি
না তুমি। কত কাজ, সে সকালে
বেড় হও ঘর থেকে, বৃষ্টি
বাদল মাথায় করে অফিসে
যেয়ে কি খাটুনিটাই না যায়;
চোখের নিচে কালি পড়ে গেছে;
কালো চুলগুলো কেমন রুক্ষ
হয়ে গেছে; চিরুনিটি পর্যন্ত
তোমার ছোঁয়া থেকে বঞ্চিত;
অন্যের কথা না হয় বাদই
দিলাম। কিন্তু এক ঘণ্টার
জন্য না হয়ঃ জানি এই ছোট
স্যাঁতসেঁতে ঘরটিতে তোমার
শ্বাস নিতে খুব কষ্ট হয়;
আবার জানালাটাও এমন
জায়গাতে তুমি আসলে খোলা
রাখা যায় না; ঘর হাঁসফাঁশ
করে উঠে। আমিও তাই বেশি
বলিনা ‘কিছুক্ষণ থেকে যাও।’
তারপরও এক মিনিটের
জন্য না হয়ঃ মিশে রই ক্ষণে।
মিঃ ফটোশপ
আরেহ মিঃ ফটোশপ !!
কেমন আছেন? অনেকদিন দেখা নাই আপনার সাথে।
খুব ব্যস্ত সময় পার করছেন মনে হয়।
শুনেছি মার্ক জাকারবার্গের সাথে কাজ করছেন?
তা আপনি পারেন, এই প্রতিভা আপনার জন্ম থেকেই ছিলো।
তা এই খামখেয়ালি সভায় আপনি কী করেন ?
এখানে তো রবীন্দ্র-সাহিত্য চর্চা হয়, সোশ্যাল স্ট্যাটাস
বাড়াতে কেউ আসে না, শিখতে আসে;
শুনতে আসে গান ও কবিতা। আর আপনি দিব্বি
পায়ের উপর পা তুলে ভাব ধরে বসে রয়েছেন।
কিছুদিন আগে কেন্দ্রেও দেখেছি আপনাকে,
পিছন থেকে ডেকেছিলাম; শুনতে পাননি মনে হয়।
অবশ্য পাশে সেদিন আরেকজন ছিলেন, সেজন্য হয়তো
এমনটা হয়েছে। না না, আমি স্যারের কথা বলছি না।
সে যাই হোক, কেমন কাটছে, বলুন।
না না ভুল বুঝবেন না। আমি এমনি বললাম আর কি।
কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলা আমি পছন্দ করি না।
আরেহ আমি বেশ আধুনিক মানুষ ভাই। এসব
আমাদের মানাই না। আর আপনার সাথে আমি কি
করে লাগি বলুন। আপনার এক ইশারাতে দিন
রাত হয়ে যায়, হাতের এক খোঁচায় কালো সাদা
হয়ে যায়, চুল গজানোর জন্য যে ওষুধ স্বপ্নে পেতে
হতো তা আপনি কতো সহজেই করে দিতে পারেন
তা কি আমি জানি না মনে করেছেন। যদিও আপনার
সান্নিধ্য তেমন পাইনি কিন্তু খোঁজ খবর কিন্তু ঠিকই
রাখি। তো চা-টা কিছু খেয়েছেন? না কারো জন্য বসে
আছেন। আরেহ আমার কথা বাদ দেন, আমি আছি
ভালই। তবে বেশ ব্যস্ত সময় পার করছি। শিক্ষকতা
পেশাটাতো জানেনই। আপনাকে আর বলার কি আছে?
আপনারতো সব যায়গাতেই আনাগোনা। আরেহ কি যে
বলেন না আপনি সেই বিদ্যাসাগরের যুগ কি আর আছে
নাকি। আমরা তো টিউশানি-মিউশানি করেই চলি, না তো
কি আর চলা যায় বলেন।
আরেহ মিস সেলফি!!!
আপনিও কোথা থেকে ??
পরে দেখা হবে মিঃ ফটোশপ
ভাল থাকবেন মিস সেলফি।
লেখক: রাজ রিডার
ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
Comments
comments