Download Free BIGtheme.net
Home / জাতীয় / ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

অনলাইন ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও চার লেনের কাজের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালেও তা অব্যাহত রয়েছে।

সালনা হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, কালিয়াকৈরের বংশাই ব্রিজে রাত তিনটা পর্যন্ত মেরামতের কাজ চলেছে। ওই এলাকায় যানবাহন এক লেনে চলার কারণে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এজন্য থেমে থেমে ধীর গতিতে যানবাহন চলছে। তবে কোথাও গাড়ি একেবাড়ে দীর্ঘক্ষণ থেমে নেই।

তিনি আরো জানান, মহাসড়কে চার লেনের কাজ চলছে। বাম দিকে কর্দমাক্ত থাকায় বড় গাড়িগুলো এক লাইন দিয়ে চলছে। ফলে গাড়ির লাইন দীর্ঘ হয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুত উন্নত হবে।

চন্দ্রাগামী এক যাত্রী জানান, তিনি সকাল সাড়ে ৬টায় ভোগড়া বাইপাস মোড় থেকে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। পৌনে নয়টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টায় তিনি মৌচাক পর্যন্ত যেতে পেরেছেন।

তিনি জানান, সকালে অফিসগামী পরিবহনের চাপ রাস্তায় বেশি। রাস্তা থেকে বিভিন্ন যানবাহন মহাসড়কে উঠতে ও নামতে থাকায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। কোনাবাড়ি, মৌচাক সফিপুরসহ বিভিন্ন স্থানে রাস্তায় আইনশৃংখলা বাহিনী যানজট নিরসনে কাজ করলেও সড়কে অধিক যানবাহনের চাপ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

Comments

comments