Download Free BIGtheme.net
Home / শিক্ষা / কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর হতে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জন সংযোগ) এস.এম. হাফিজুর রহমান এক বিজ্ঞতিতে এ তথ্য জানান।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম উক্ত সভায় উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।

Comments

comments