Download Free BIGtheme.net
Home / জেলার খবর / গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

bdonline24_1549

জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন (৩৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামে  এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের আজগর আলীর ছেলে নুরুল আমিন রতন (৪৭) ও তার ছোট ভাই নাহিদ হাসান মিতু (৩৭)।

রতন স্থানীয় ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মিতু রংপুর সুগার মিলে সিডিএ পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন ঠিক করছিলেন নাহিদ। এ সময় হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হন। নাহিদ বিদ্যুতায়িত দেখে তার বড় ভাই নুরুল আমিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

comments