Download Free BIGtheme.net
Home / রাজনীতি / সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

photo_2867

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তার আগে নয় । বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সদস্য আখতারউজ্জামান, সায়মন সরোয়ার কমল এমপি, কামরুল আশরাফ পোটন এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিকে দিয়ে দেশের কিছুই হবে না। বিএনপি রাজনীতির চোরাবালিতে আটকে গেছে। তাদের রাজনীতি এখন তিন চাকার ওপর নির্ভরশীল। তারা আন্দোলনের নামে সরকারকে বার বার হুমকি দিচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, মরা গাঙ্গে জোয়ার আসে না। তারা নির্বাচনে না গিয়ে ভুল করেছে। তাই এখন তারা আবোল তাবোল প্রলাপ বকছে। বিএনপির রাজনীতি এখন ড্রইং রুমের ফুলের তোড়া হয়ে আছে বলে তিনি মন্তব্য করেন।

Comments

comments