Download Free BIGtheme.net
Home / জেলার খবর / মাদারীপুরে বিধবা লাকী বেগমকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

মাদারীপুরে বিধবা লাকী বেগমকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

photo_2873

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: মাদারীপুরে বাল্য বিয়ের শিকার তিন সন্তানের মা বিধবা লাকী বেগমকে বৃহস্পতিবার রাতে পুরানবাজারের টুম্পা ইলেক্ট্র কর্ণারে অনুষ্ঠিত সভার মাধ্যমে উন্নয়ন সংস্থা নকশি কাঁথার পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও নগদ ৪ হাজার টাকা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশি কাঁথার নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আকাশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক শাহ্জাহান খান, ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, সাংবাদিক মু. সেলিম ফরাজী, সমাজকর্মী কাজী আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য, ‘১২ বছরে বিয়ে ২৮ বছরে বিধবা : দুই সন্তানসহ অন্তঃসত্তা লাকী এখন কি করবে!’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদারীপুর পেয়ারপুরের মিয়া বাড়ির ছেলে মাদারীপুর সমিতির সভাপতি ও নকশি কাঁথার উপদেষ্টা ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়া ইতালি থেকে অনলাইনের মাধ্যমে নকশি কাথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর কাছে ১০ হাজার টাকা পাঠান। লাকী বেগমের আত্মকর্মসংস্থানের জন্য ৬ হাজার দিয়ে একটি সেলাই মেশিন ও বাকী নগদ ৪ হাজার টাকা তার হাতে তুলে দেয়া হয়।

আরো উল্লেখ্য থাকে, লাকী বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়। তৃতীয় সন্তান জন্ম দেয়ার আগেই মাত্র ২৮ বছর বসয়েই বিধবা হয়। এরপর কয়েকদিন আগে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এতে করে তিন সন্তান নিয়ে লাকী বেগমের জীবনে অনিশ্চয়তা নেমে আসে।

Comments

comments