Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জনতার ঢল

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জনতার ঢল

photo_2878

অনলাইন ডেস্ক : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যর্থনায় জনতার ঢল। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে গণভবনের পথে তাকে দেয়া গণঅভ্যর্থনায় নেমেছিল জনতার ঢল। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত আগে থেকেই আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী জড়ো হয়েছিলেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এসময় তারা প্রধানমন্ত্রীর হাতে ফুল তুলে দেন এবং কুশল বিনিময় করেন।

সেখান থেকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণভবনের উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় সড়কের দুপাশে অবস্থান নেয়া হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়াসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে বিলম্বে যাত্রার কারণে এটি সন্ধ্যা পৌনে ৭টায় পৌঁছায়।

সভানেত্রীর গণসংবর্ধনায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা।

আওয়ামী লীগ থেকে জানানো হয়, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ বৈঠক, বিশেষ করে জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাষণ প্রদান এবং দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদান স্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে।

Comments

comments