অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির জন্য আসন্ন ভর্তি পরীক্ষায় প্রত্যেক আসনের বিপরীতে ৩৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চলতি অক্টোবর মাসের ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৯টি ইউনিট ও ২টি ইনস্টিটিউটের অধীন ৫৬টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কোটাসহ মোট ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছে। সেই হিসেবে প্রত্যেক আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবদেন জমা নেয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাচ্ছে। -বাসস।
Comments
comments