Download Free BIGtheme.net
Home / জাতীয় / ডিএনএ পরীক্ষায়ও নিশ্চিত জঙ্গি তামিমের পরিচয়

ডিএনএ পরীক্ষায়ও নিশ্চিত জঙ্গি তামিমের পরিচয়

photo_3492

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর পরিচয় ডিএনএ পরীক্ষায় মাধ্যমেও নিশ্চিত হয়েছে পুলিশ। গত ২৭ আগস্ট সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার নুরুদ্দীন দেওয়ানের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিন ‘জঙ্গি’ নিহত হয়। পুলিশ প্রাথমিকভাবে এদের একজনকে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ তামিম চৌধুরী বলে সনাক্ত করেছিল। ঘটনার পর পরই তামিমের রক্ত ও শরীরের বিভিন্ন নমুনার ডিএনএ পরীক্ষা করা হয়।

তামিমের ডিএনএর পরীক্ষার সেই নমুনা পরে কানাডা পাঠানো হয়। সেখানে বসবাস করা বাবা ও বোনের ডিএনএ নমুনার সঙ্গে তামিম চৌধুরীর ডিএনএ নমুনার তুলনামূলক পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তামিম চৌধুরী প্রকৃতপক্ষেই ‘তামিম চৌধুরী’ বলে প্রমাণিত হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ সরবরাহের অনলাইন পোর্টাল ডিএমপি নিউজ।

মঙ্গলবার পরীক্ষার ফলাফল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে ডিএমপি নিউজ। গত ২৭ আগস্ট সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার নুরুদ্দীন দেওয়ানের বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়। অন্য দুজন হলেন মানিক (৩৫) ও ইকবাল (২৫)।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি গত ৫ নভেম্বর (শনিবার) পুলিশের কাছ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। মামলার দায়িত্ব পাওয়ার পর পিবিআই গতকাল দুপুরে সেই বাড়ির তিনতলার যে ফ্ল্যাটটিতে তামিম চৌধুরীরা বসবাস করতেন সেখান থেকে কিছু নতুন আলামতও সংগ্রহ করে। ‘জঙ্গিরা’ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে এই বাড়িটি ভাড়া নিয়েছিল।

Comments

comments