অনলাইন ডেস্কঃ রাজশাহীতে মাদক বিক্রির দায়ে আশরাফুল আলম (২৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতের কাঠাগড়ায় উপস্থিত ছিলেন। আশরাফুল আলম রাজশাহীর তানোর উপজেলার চাপড়া এলাকার মকসেদ আলীর ছেলে।
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটার (পিপি) ইসমত আরা বেগম বলেন, ২০১৫ সালের ১৩ মার্চ রাজশাহী পুঠিয়া সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুঠিয়ার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় ঢাকাগামী দেশ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে মাদক বিক্রেতা আশরাফুল আলমকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরদিন সার্কেলের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলায় ছয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মাদকদ্রব্য আইনের ১৯৯০ সালের ১৯ এর ১ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
Comments
comments