অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস কপ ২২-এর উচ্চপর্যায়ের দুটি কর্মসূচিতে যোগ দিতে তিনদিনের সফরে আজ মরক্কো যাবেন। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফাইটে তিনি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞরা তার সঙ্গে যাবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাক্কেশের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাক্কেশের মেনারা বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেয়া হবে। এ সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর কপ-২২ এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। সম্মেলনে ৩৭টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৯টি দেশের সরকারপ্রধান অংশ নেবেন।
এ ছাড়া সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণের মাধ্যমে শীর্ষ নেতারা জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির আওতায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন। যা জলবায়ুর লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অধিকতর গতিশীলতা আনবে। এদিনই প্রধানমন্ত্রী মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগ দেবেন।
এ বছর ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করা হয়। কপ-২১ ’এ গৃহীত ঐতিহাসিক চুক্তির পর এটাই হচ্ছে প্রথম বড় ধরনের কোন সম্মেলন। গত বছর ডিসেম্বরে প্যারিসে কপ-২১ ’র সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।
Comments
comments