Download Free BIGtheme.net
Home / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন - ২০১৬ / ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হেলি!

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হেলি!

photo_3588

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হেলি। তাকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আজই তার সঙ্গে সাক্ষাৎ দেখা করবেন সদস্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। জানালেন নির্বাচনী প্রচারের দায়িত্বপ্রাপ্ত দলের মুখপাত্র শন স্পাইসার। ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন সাউথ ক্যারোলাইনার বর্তমান গভর্নর হেনরি ম্যাকমাস্টারও। তার মতে, ‘‌সরকার চালাতে নতুন মুখদের সামনে আনছেন ট্রাম্প।’‌

৪৪ বছর বয়সী নিকি হেলি দু’‌বার সাউথ ক্যারোলাইনার গভর্নর নির্বাচিত হয়েছেন। এমনকি সেখানকার প্রথম মহিলা গভর্নর তিনি। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিয়োকে সমর্থন করলেও, আচমকাই মত পাল্টান।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে গলা চড়াতে দেখা যায় তাকে। নিকির সঙ্গে আরও এক ভারতীয়কে নিয়ে আশা জাগাচ্ছেন ট্রাম্পের সরকার। তিনি লুইসিয়ানার সাবেক গভর্নর ববি জিন্দাল। মার্কিন ক্যাবিনেটে তাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন সরকারকে ঢেলে সাজাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।

নিকি হেলি ছাড়াও, প্রাক্তন বিদেশ সচিব হেনরি কিসিঙ্গার, অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিয়ান, নৌসেনাপতি মাইক রজার্স এবং কেন ব্ল্যাকওয়েলের সঙ্গে শিগগির দেখা করবেন তিনি। ক্যাবিনেটের সদস্যপদ দেওয়া ছাড়াও, নতুন সরকারের নীতি সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনা সারবেন। ‌‌আজকাল

Comments

comments