Download Free BIGtheme.net
Home / জাতীয় / যুদ্ধাপরাধী ইউসুফ আলীর মৃত্যু

যুদ্ধাপরাধী ইউসুফ আলীর মৃত্যু

screenshot_71

অনলাইন ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ইউসুফ আলী (৮২) মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য বিবার্তাকে নিশ্চিত করেছেন কারারক্ষী জাকারিয়া ও ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।

তারা জানান, কেন্দ্রীয় কারাগারে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রসঙ্গত, ইউসুফ আলী জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ ডিসেম্বর গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। চলতি বছরের ১৮ জুলাই তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Comments

comments