Download Free BIGtheme.net
Home / জাতীয় / জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

bdonline24_2482

অনলাইন ডেস্কঃ দেশে প্রথমবারের মত অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৮ ডিসেম্বর ত‌িন পার্বত্য জ‌েলা (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি) বাদ‌ে দ‌েশের ৬১ট‌ি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠ‌িত হব‌ে। এসব জ‌েলায় এ দ‌িন ভ‌োট গ্রহণ‌ের দ‌িনক্ষণ চূড়ান্ত করে‌ তফস‌িল ঘ‌োষণা করেছে‌ ন‌ির্বাচন কম‌িশন (ইস‌ি)।

রাজধানীর আগারগাঁওয়‌ে আজ রব‌িবার দুপুরে আনুষ্ঠান‌িকভাবে জ‌েলা পরিষদ ন‌ির্বাচন‌ের তফস‌িল ঘ‌োষণা করেন প্রধান ন‌ির্বাচন কম‌িশনার কাজী রকিব উদ্দীন আহম‌েদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১ ডিসেম্বর। ৩-৪ ডিসেম্বর যাচাই-বাছাই হবে। ১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৮ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

comments