Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীপ্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

সোমবার সকাল সাড়ে ১১টায় সেনা বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলস ভূমিকার জন্য রাষ্ট্রপতি তাদের কাছে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে, যা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তিন বাহিনীর প্রধানকে আন্তরিকভাবে সচেষ্ট হওয়ার আহ্বান জানান আবদুল হামিদ। রাষ্ট্রপতির আহ্বানে তারা জানান, ফোর্সেস গোল ২০৩০ লক্ষ্য সামনে রেখে সশস্ত্র বাহিনী অগ্রসর হচ্ছে।

Comments

comments