Download Free BIGtheme.net
Home / জাতীয় / রমজানে গরুর মাংস ৪৭৫ টাকা কেজি, খাসি ৭২৫

রমজানে গরুর মাংস ৪৭৫ টাকা কেজি, খাসি ৭২৫

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র মাহে রমজানে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বোল্ডার বা বিদেশি গরুর ক্ষেত্রে ৪৪০ টাকা, মহিষ ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা ও ভেড়া বা ছাগীর মাংস প্রতিকেজি ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ডিএসসিসির ব্যাংক ফ্লোর সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন এই দাম ঘোষণা করেন। একই সঙ্গে কোন মাংস ব্যবসায়ী নির্ধারিত এই দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

ব্যবসায়ীরা এসময় তিনটি প্রস্তাব দেন। পরে মেয়র বলেন, আপনাদের প্রস্তাব অনুযায়ী মাতুয়াইল, যাত্রাবাড়ী অথবা কামরাঙ্গীরচরে গরুর হাট করা হবে। এ ঘোষণার পরপরই মাংস ব্যবসায়ীরা করতালির মাধ্যমে মেয়রকে স্বাগত জানান।

মেয়র বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসছি যেন কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারেন। এমনটি যদি কেউ করেন তাহলে সেখানে ডিএসসিসি হস্তক্ষেপ করবে।

জানা গেছে, মতবিনিময় সভায় ব্যবসায়ীরা গরুর মাংসের দাম ৪৮০ টাকা নির্ধারণ করার দাবি জানালে মেয়র ১০ টাকা কমিয়ে ৪৭০ টাকার প্রস্তাব করেন। পরে ব্যবসায়ীরা আরও পাঁচ টাকা বাড়ানোর দাবি করতে মেয়র তাতে সম্মত হন।

Comments

comments