Download Free BIGtheme.net
Home / খেলা / টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা কি করবে তা অবশ্য দেখতে বেশি অপেক্ষা করতে হচ্ছে না। এবারের আসরে গ্রুপ ‘বি’ এর ম্যাচে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

লাসিথ মালিঙ্গা ফিরেছেন। শ্রীলঙ্কার জন্য এটি হতে পারে সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০১৫ সালের নভেম্বরের পর এই প্রথম ওয়ানডে খেলতে নামছেন ভিন্ন অ্যাকশনের ফাস্ট বোলার। ইনজুরির কারণে মাঝে কঠিন সময় গেছে তার। লঙ্কান ফাস্ট বোলারদের কোচ আবার অ্যালান ডোনাল্ড। মানে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা পেসার। সাদা বিদ্যুৎ। ডোনান্ড মনে করেন, লঙ্কান ফাস্ট বোলিং ইউনিট এই আসরে আলোড়ন তোলার মতো। তাদের ভয় কি?

লঙ্কানদের বড় সমস্যা অবশ্য নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে না পাওয়া। দলের সাথে আছেন। কিন্তু ইনজুরির কারণে প্রথম ম্যাচটা খেলতে পারছেন না। উপুল থারাঙ্গা নেতৃত্ব দিচ্ছেন দলকে।

দক্ষিণ আফ্রিকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। শ্রীলঙ্কা ৬ নম্বরে। তবে প্রোটিয়াদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত লেগেছে এই টুর্নামেন্ট শুরুর আগে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজ খেলেছে তারা। প্রথম দুই ওয়ানডেতে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে ইংলিশরা। শেষ ম্যাচটি অবশ্য খুব দাপটেই জিতে হোয়াইটওয়াশ এড়ায় দলটি।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশন ডিকভেলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ, লাসিথ মালিঙ্গা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, ইমরান তাহির।

Comments

comments