অনলাইন ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের কারণে পালাতে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ১৮ নভেম্বর সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
সেখানে আরও বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যের সাধারন জনগণের নিরাপত্তায় সংস্থাটি ভীষণ উদ্বিগ্ন। মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক আইন এবং বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন। সেই সঙ্গে চলমান সেনা অভিযানের কারণে গৃহহীন প্রত্যেকটি পরিবারকে আবাসস্থলের নিরাপত্তা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্তে হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই সেখান থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করে অনেকে। এদিকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে শুক্রবার আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেনা অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
Comments
comments