Download Free BIGtheme.net
Home / খেলা / রাজশাহীর রুদ্ধশ্বাস জয়

রাজশাহীর রুদ্ধশ্বাস জয়

bdonline24_2508

স্পোর্টস ডেস্কঃ মমিনুল হক এবং সামিট প্যাটেলের শতরানের জুটিতে ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল রাজশাহী কিংস। এই দুজনের হাফ সেঞ্চুরিতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ১ বল বাকি রেখেই জয়ে পৌঁছে যায় রাজশাহী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সামিট প্যাটেল। এর আগে চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ সোমাবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

দলীয় ১২ রানেই ফিরে যান ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ২ বলে চার রান করে ডোয়াইন ব্র্যাভোর বলে তিনি কুমার সাঙ্গাকারার বিশ্বস্ত হাতে ধরা পড়েন। এরপর ক্রিজে আসেন চলতি বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। তিনি হাত খুলতে শুরু করার আগেই নাসিরের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন। মোহাম্মদ শহিদের বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে নাসিরের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে সাব্বির করেন ৯ বলে ১ বাউন্ডারিতে ৭ রান। এরপর দলের হাল ধরেন মমিনুল হক এবং সামিট প্যাটেল।

ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ২৬ বলে ৫০ রানের মাইলফলকে পৌঁছান সামিট। এর অল্পসময় পর ৩৮ বলে চলতি আসরের তৃতীয় হাফ সেঞ্চুরি পূরণ করেন মমিনুল। তাদের জুটি থেকে আসে ৭০ বলে ১০০ রান। শেষ পর্যন্ত ৪২ বলে ৮ চার এবং ১ ছক্কায় ৫৬ রান করে মমিনুল আউট হলে ভাঙে এই জুটি। তার আউটের পেছনে আবারও সেই বোলার শহিদ আর ফিল্ডার নাসির জুটি। ব্যাট হাতে আরও কিছুক্ষণ ধ্বংসযজ্ঞ চালিয়ে সাকিব আল হাসানের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান সামিট প্যাটেল। ৩৯ বলে ৫টি চার এবং ৬টি ছক্কা হাঁকিয়ে তিনি ৭৫ রান করেন।

জয় থেকে ২৩ রান দূরে থাকতে আবারও উইকেট পতন ঘটে রাজশাহীর। ডোয়াইন ব্র্যাভোর বলে তার হাতেই ধরা পড়েন উমর আকমল। জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকতে ড্যারেন স্যামি (৯) ফিরে গেলে রাজশাহীর কপাল চিন্তার ভাঁজ পড়ে। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ ওভারে ৯ রানের সমীকরণে এসে পৌঁছে। বোলার সাকিব আল হাসান ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন আবুল হাসানকে। তবে নাটকের তখনও অনেক বাকি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকালেন ফরহাদ রেজা। পঞ্চম বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ।

Comments

comments