Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / কানপুরে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ সমাপ্ত, নিহত ১৪৩

কানপুরে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ সমাপ্ত, নিহত ১৪৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযান গড়িয়েছে দ্বিতীয় দিনে। এতে নিহতের সংখ‌্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সংবাদমাধ‌্যমগুলো জানিয়েছে। হতাহত ও বেঁচে যাওয়া যাত্রীদের খোঁজে রোববার রাতভর বগিগুলোর মধ‌্যে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় এ কাজে তাদের মেটাল কাটার, টর্চ ও ক্রেনসহ নানা যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে।

শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ‌্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে তালগোল পাকিয়ে যায়।

হিন্দুর খবরে বলা হয়, সোমবার দুপুর পর্যন্ত ১৪২ জনের লাশ পাওয়া গেছে, আহত হয়েছেন দুই শতাধিক যাত্রী। উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক জাবেদ আহমেদ জানান, নিহতদের মধ‌্যে ৮০ জনকে শনাক্ত করা গেছে, যাদের মধ‌্যে অন্তত ১৩ জন নারী ও শিশু।

এ দুর্ঘটনা যখন ঘটে, অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে। ইঞ্জিনের পেছনে থাকা দুটি স্লিপার কোচ পরস্পরের সঙ্গে প্রচণ্ড ধাক্কায় লোহার পিণ্ডের আকার নেয়। পরের দুটি কোট ছিটকে যায় দূরে ক্ষেতের মধ‌্যে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি এসি কোচ।

এনডিটিভি জানিয়েছে, ইঞ্জিনের পেছনে থাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি বগির মধ‌্যে একটি প্রায় চ‌্যাপ্টা হয়ে আরেকটির নিচে আটকে গেছে। ফলে ভেতরে ঢুকে এখনও তল্লাশি চালাতে পারেননি উদ্ধারকর্মীরা। ভেতরে ঢোকা সম্ভব হলে লাশের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তর প্রদেশ পুলিশের পরিচালক দলজিৎ চৌধুরী।

২৪ ঘণ্টার বেশি সময় উদ্ধারকাজ চলার পর সোমবার ভারতের রেল মন্ত্রণালয় আহত যাত্রীদের নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে ৫৮ জনের অবস্থা ‘গুরুতর’। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও রেল লাইনের ত্রুটির কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে রেল কর্মকর্তাদের ধারণা।

Comments

comments