আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ইন্দোর থেকে পাটনা গামী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯০জনে দাড়িয়েছে।
আহত হয়েছেন একশোর বেশি মানুষ। উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে আজ রবিবার ভোরের দিকে উত্তর প্রদেশের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়।
টাইমস অব ইন্ডিয়া বলছে ৩০টির বেশি এ্যাম্বুলেন্স আহতদের চিকিৎসা দেয়ার কাজ করছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন অনেকে মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন নিহতের সংখ্যা বাড়তে পারে।
ভারতের রেলমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
খবর বিবিসি
Comments
comments