Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাষ্ট্রদূতের এ কান্না, আমাদের লজ্জার

রাষ্ট্রদূতের এ কান্না, আমাদের লজ্জার

bdonline24_2528

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যেন গোটা জাতিই লজ্জিত। কেন এমন ঘটনা ঘটবে? সোশ্যাল মিডিয়া এ নিয়ে তোলপাড় চলছে।

রাষ্ট্রদূত লিওনির ব্যাগে ছিল প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন। অতি প্রয়োজনীয় জিনিস হারিয়ে চোখের জল ধরে রাখতে পারেন নি লিওনি। ব্যাগ চুরির ঘটনা একটি মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। আর সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তি ব্যাগ চুরি করেছে তার ছবি ছড়িয়েছে পড়েছে। সোশ্যাল ইউজাররা এটাকে নিজেদের লজ্জা হিসেবে উল্লেখ করেছেন, এ বিষয়ে সাকিব সিকান্দার নামের একজন সোশ্যাল মিডিয়া ইউজার নিজের ফেসবুকে লিখেছেন, রাষ্ট্রদূতের এ কান্না আমাদের জন্য লজ্জার।

একটি ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ভ্যানিটি ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান তিনি। তখনই কেউ একজন তার ব্যাগটি নিয়ে যায়।

কুলেনারার ব্যাগের মধ্যে দু’টি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলেও জানান ওসি। চুরি হওয়া হ্যান্ডব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন বলেন, পুলিশ অপরাধীকে খুঁজছে। একটি ক্যামেরায় ব্যাগটি যে চুরি করেছে তার ছবিও ধারণ করা হয়েছে। সেই ছবি পুলিশকেও দেয়া হয়েছে। ওই ছবিতে খুব ভালভাবেই অপরাধীর চেহারা শনাক্ত হয়েছে। আশা করছি, পুলিশ ব্যাগটি উদ্ধারে সফল হবে। তিনি আরও জানান, অনুষ্ঠানটি চারুকলা অনুষদের নিজস্ব কোন অনুষ্ঠান ছিল না।

Comments

comments