Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / এরশাদের রাডার মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

এরশাদের রাডার মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

bdonline24_2578

অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রাডার ক্রয় দুর্নীতি সংক্রান্ত মামলা আগামী ৩১ মার্চের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেই সাথে আগামী ৩১ মার্চের মধ্যে বিচারিক আদালতকে এই মামালা নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

নতুন করে সাক্ষ‌্যগ্রহণের বিষয়ে দুদকের একটি আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ‌্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

আদেশের পর শহীদুল ইসলাম খান বলেন, অভিযোগপত্রে নাম থাকা সাক্ষীদের মধ‌্যে যাদের সাক্ষ‌্য নেওয়া হয়নি সেগুলো নিতে বলেছে আদালত। ৩১ মার্চের মধ‌্যে মামলার কার্যক্রম শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা এ মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ‌্য নেওয়ার আবেদন গত ৮ নভেম্বর জজ আদালত খারিজ করে দিলে হাই কোর্টে আসে দুদক।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত‌্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

Comments

comments