Download Free BIGtheme.net
Home / রাজনীতি / দেশকে কারাগারে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

দেশকে কারাগারে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বলে মানুষকে বোকা বানান। আমরা শেখ মুজিবের গণতন্ত্র দেখেছি, এখন শেখ হাসিনার গণতন্ত্র দেখছি। কোনো পার্থক্য নেই। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মির্জা আলমগীর বলেন, আমি কাশিমপুর কারাগারে গিয়েছি, কেন্দ্রীয় কারাগারে গিয়েছি। বিএনপি নেতাকর্মীদের দিয়ে কারাগারগুলো ভরে রাখা হয়েছে। শেখ হাসিনা সারা দেশটাকে কারাগারে পরিণত করেছেন। আওয়ামী লীগ কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা একনায়কতন্ত্রে বিশ্বাসী।

তিনি বলেন, আমরা পাকিস্তানে আইয়ুব খানের স্বৈরাচারী শাসন দেখেছি, এরশাদের সামরিক শাসন দেখেছি, কোনো সময়ই গণতান্ত্রিক দলগুলোর মিটিং-মিছিল সমাবেশে সময় বেধে দেয়ার দৃষ্টান্ত দেখিনি। এই অবৈধ সরকার জনগণকে ভয় পায়। কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনের জন্য জেলার দুই স্টেডিয়ামে জায়গা চাওয়া হয়েছিল, স্বৈরাচারী সরকার তা দেয়নি। আমাদেরকে ছোট্ট পরিসরে সম্মেলন করতে বাধ্য করা হয়েছে। সারাদেশে একই অবস্থা। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তৃতা দেন- দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মোঃ আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন প্রমুখ।

Comments

comments