Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / সাঁওতালদের ওপর হামলার ঘটনায় হাইকোর্টের রুল

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় হাইকোর্টের রুল

অনলাইন ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের নামে তাদের মারধর, লুটপাট, গুলি ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুই সাঁওতালের স্ত্রীর করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল ‍জারি করেন। একই সঙ্গে গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরির্শক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মহিমাগঞ্জ সুগার মিলের ম্যানেজারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

এর আগে, সোমবার হামলায় আহত দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হেমভ্রম ও গণেশ মুরমোর স্ত্রী রুমিলা কিসকুর পক্ষে এ রিট দায়ের করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

Comments

comments