স্পোর্টস ডেস্ক: মিথুন-ডউসনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে রংপুর ডাইডার্সের দেওয়া ১৭৬ রানের বিশাল টার্গেট পার করতে পারলো না বরিশাল বুলস। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রানে থমকে যায় বরিশাল। ১২ রানের জয় পেল রংপুর।
ম্যাচটা রুবেল হোসেন হারিয়ে দিচ্ছিলেন। কিন্তু ১৯তম ওভারে দুই বলে দুই উইকেটনিয়ে রংপুর রাইডার্সকে জয়ের দিকে ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচে বরিশাল বুলসকে নাটকীয় ম্যাচটায় ১২ রানে হারাল রংপুর। ৪ ম্যাচে রংপুরের ৩ জয় হলো। বরিশাল ৫ ম্যাচ খেলে ২য় হার।
অনেক ঘটনার ম্যাচ এটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোহাম্মদ মিথুন, লিয়াম ডসন, শহীদ আফ্রিদিরা বড় রান দিয়েছিলেন রংপুরকে। ৬ উইকেটে ১৭৫। কিন্তু শক্তিশালী ব্যাটিংয়ের বরিশালের বিপক্ষে ভয় ছিল। তাড়া করতে নেমে প্রথমে পিছিয়ে পড়ল বরিশাল। এরপর জিভান মেন্ডিস ও নাদীফ চৌধুরীর ঝড়ে জয়ের পথে ছুটল। কিন্তু শেষ মেষ ১৯.৪ ওভারে ১৬৩ রানে অল আউট বরিশাল।
Comments
comments