Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

bdonline24_2290

অনলাইন ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের ওপর আগামী ২৪ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ দিন ধার্য করেন।

এর আগে সকাল ১১ টার দিকে ঢাকা বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন তিনি।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।

Comments

comments