Download Free BIGtheme.net
Home / জাতীয় / ১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

photo_2955

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই চাল বিক্রিতে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যারা ডিলার তাদের ডিলারশিপ বাতিল করে দেয়া হবে। সংসদে প্রশ্নোত্তরে বুধবার সরকারি দলের ইসরাফিল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যতদিন মানুষের প্রয়োজন থাকবে ততদিন আমরা এই খাদ্য দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তবে আমি বিশ্বাস করি বাংলাদশের আর্থিক সহায়তা বাড়ছে। দারিদ্রের হার হ্রাস পেয়েছে।

কাজেই হয়তো অদূর ভবিষ্যতে কাউকে সাহায্য দিতে হবে না। তবে যারা প্রতিবন্ধী, যারা একেবারে বয়বৃদ্ধ, কর্মক্ষম না তাদেরকে আমরা এই সাহায্য দিয়ে যাব।

প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি ১০ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সবসময় দরিদ্রবান্ধব কর্মসূচি নেয়।

আমরা যখন ১৯৯৬ সালে সরকারে এসেছিলাম তখনো আমরা মানুষকে বিনা পয়সায় খাদ্য বিতরণ করতাম এবং প্রতি রমজান মাসে আমরা ১০ কেজি করে চাল বিনামূল্যে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করি।

Comments

comments