মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে আছে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
বুধবার সন্ধ্যা ৬টায় ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হওয়ায় সন্ধ্যা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে এই নৌরুট দিয়ে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিমুলিয়া ঘাট থেকে পরিবহন ,যাত্রীবাহী বাস ও ছোট-বড় গাড়ি নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসতে ছিল রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
মুল পদ্মা থেকে লৌহজং টানিং পয়েন্ট পার হতে হাজরা চ্যানেলমুখে আসলেই ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যা থেকে।
রাত সাড়ে ৮টা এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি ডুবোচরে আটকে আছে। এ দিকে ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন,‘রোরো ফেরিটি কাওড়াকান্দি আসার পথে হাজরা চ্যানেলের ডুবোচরে আটকে যায়। চ্যানেল মুখ আটকে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল।
এদিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো চ্যানেল পার হতে না পেরে পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
Comments
comments