Download Free BIGtheme.net
Home / জেলার খবর / আবারো অযত্ন-অবহেলায় দাউদপুর ডিগ্রী কলেজের শহীদ মিনারটি

আবারো অযত্ন-অবহেলায় দাউদপুর ডিগ্রী কলেজের শহীদ মিনারটি

photo_2957

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: শহীদ মিনার আমাদের গর্ব। এর সঙ্গে জড়িয়ে আছে শহীদ আত্মত্যাগের কথা। অথচ সেই শহীদ মিনার পড়ে আছে সকলের অযত্ন আর অবহেলায়। ঠিক তেমন দৃশ্যটাই লক্ষ্য করা যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজের শহীদ মিনারটিতে।

সারেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনারটির চারপাশে গাছের গুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ; সেই সঙ্গে মিনারটির উপর পড়ে আছে গাছের শুকনা পাতা। বলা চলে, ভবগুরে লোকজন দের জন্য একটি গল্প করার জন্য উত্তম স্থান ও এ শহীদ মিনারটি। সব মিলিয়ে বলা চলে, অবহেলা ও অযত্নে রয়েছে শহীদ মিনারটি।

এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো, সহ বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর পরিষ্কার ও হয় শহীদ মিনারটি। তার কয়েক মাস যেতে না যেতেই আবারো একই অবস্থায়।

স্থানীয় সচেতনমহল ও নাম প্রকাশে অনিচ্ছুক কলেজটির শিক্ষার্থীরা শহীদ মিনারটির এ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে।

অনিচ্ছুক ডিগ্রী ২য় বর্ষের কয়েকজন শিক্ষার্থীরা জানায়, কলেজ কতৃপক্ষের অবহেলার কারণে আজ শহীদ মিনারটির এ অবস্থা।

অবিলম্বে এ শহীদ মিনারটি রক্ষার মধ্য দিয়ে শহীদের মর্যাদা রক্ষার্থে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

কলেজটির অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, “শহীদ মিনারটি কলেজের বাউন্ডারির মধ্যে না থাকায় তা নজরদারির মধ্যে রাখা সব সময় সম্বব হয় না। তাছাড়া আমি কি ওখানে গিয়ে বসে থাকব?”

“যাই হোক আমি শ্রীগই পদক্ষেপ গ্রহণ করব”, বলে জানান ওই অধ্যক্ষ।

এ দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, অতি শ্রীগই শহীদ মিনারটি রক্ষার্থে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments

comments