Download Free BIGtheme.net
Home / জেলার খবর / লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডারগার্ড বাংলাদেশ বৈঠক

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডারগার্ড বাংলাদেশ বৈঠক

photo_2960

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে গুরত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ অক্টোবর) উপজেলার বাউরা জমগ্রাম সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক ও চোরাচালান রোধে বিএসএফ এবং বিজিবির মধ্যে গুরত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজিবি জানিয়েছে, রংপুর সেক্টরের অধীন ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুচলিবাড়ী বিওপির কাছে রংপুর সেক্টরের নতুন উপ-মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনের সাথে জলপাইগুড়ি সেক্টর বিএসএফের ভারপ্রাপ্ত ডিআইজি শ্রী দীনেশ মুরমুরের সাথে সৌজন্য সাক্ষাতের সময় সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে ভারতের পক্ষে ১১ সদস্যের নেতৃত্ব দেন জলপাইগুড়ি সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি শ্রী দীনেশ মুরমুর। ভারতের অন্যান্য সদস্যরা হলেন- ক্যাম্প কমান্ডেড দীপক কান্দপাল, ক্যাম্প কমান্ডেড অজয় লুথরা, ক্যাম্প কমান্ডেড অজয় সুরবংশী। অন্যদিকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টরের কমান্ডার উপ-মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মহিত, সেক্টর জেওসি মেজর আরিফ শাহরিয়ার শামস্, ৭ ব্যাটালিয়নের নবীনগর ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার মোবাশ্বের খান ও কুচলিবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন, ১৫ ব্যাটালিয়নস্থ পাটগ্রাম ক্যাম্প কমান্ডার ফজলুল হক।

Comments

comments