Download Free BIGtheme.net
Home / অপরাধ / সাভারে যুবলীগ নেতার লাশ উদ্ধার

সাভারে যুবলীগ নেতার লাশ উদ্ধার

bdonline24_1654

জেলা প্রতিনিধি : সাভারের তুরাগ নদীর পাশ থেকে আল আরাফাত সজল (২২) নামের এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে তুরাগ নদীর পাশ থেকে হাত-পা ও মুখমণ্ডল বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী রকি নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সদস্য।

লিশ বলছে, পূর্ব শক্রতার জের ধরে সজলকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

comments