অনলাইন ডেস্কঃ জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। সারাদেশে চলছে উৎসবের আমেজ। গতকাল শনিবার মহাসপ্তমীতে ভক্ত, পূজারি ও দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল সারাদেশের ২৯ হাজার ৩৯৫টি পূজামণ্ডপ। মণ্ডপে মণ্ডপে এদিন ছড়িয়ে পড়েছিল উৎসবের বারতা। আজ রোববার মহাষ্টমী ও সন্ধিপূজা।
মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এরপর দেবীর সপ্তমীবিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি।
অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সঙ্গীত, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজন। সারাদেশের মতো রাজধানী ঢাকার পূজামণ্ডপগুলোও এদিন ঢাক-ঘণ্টার বাদ্যি-বাজনা আর ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিররে আজ মহাষ্টমীর দিনে সেখানে ১০ হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আজ সকালে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হয়েছে। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।
তবে আজকের দিনের প্রধান আকর্ষণই থাকবে কুমারী পূজা। এজন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসেবে মনোনীত করা হয়েছে; যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
Comments
comments