অনলাইন ডেস্কঃ আজ মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ। বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব। বাংলাদেশে প্রচলিত উৎসবগুলোর মধ্যে নবান্ন অন্যতম।
নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুল তলায় বর্নাঢ্য আয়োজনে চলছে নবান্ন উৎসব।
অগ্রহায়নের প্রথম প্রহরে গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তুলার আনন্দ নাগরিক জীবনে ছড়িয়ে দিতেই পালিত হয় এই উৎসবটি। আবহমান বাংলার চিরসবুজ সব গানে মঞ্চ মাতিয়ে শুরু হয় দিনব্যাপী এই উৎসবের।
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ- ল্যাবএইডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে।
চারুকলার বকুলতলায় সকাল ৭টা ১মিনিট উৎসবের প্রথম পর্ব শুরু হয়েছে। সকালে নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।
শুরুতে বাঁশি, দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজকরা। নবান্ন উৎসব আরো বড় পরিসরে আয়োজনের পাশাপাশি দিনটিকে সরকারি ছুটি ঘোষণারও দাবি জানানো হয়।
দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এ বছরের উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
Comments
comments