অনলাইন ডেস্কঃ নাশকতার বেশ কিছু মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার সকালে ঢাকা সিএমএম আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এর আগে সকালে নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির এই নেতা।
২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় রবিবার সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সোহেল। রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয় জানান এ আইনজীবী।
Comments
comments