সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নাসিক ৪ নং ওয়ার্ডে ৩০ লাখ টাকা ব্যয়ে আর.সি.সি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার আরিফুল হক হাসান গতকাল রবিবার ড্রেন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়। সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন থেকে আউলাবন রোলিং মিল সংলগ্ন মসজিদ পর্যন্ত ড্রেন নির্মাণ করা হবে।
জানা যায়, নাসিক ৪ নং ওয়ার্ডেও আজিবপুর আউলাবন এলাকায় বসবাসকারী লোকজনদেও চলাচলে অসুবিধা হওয়ায় তাদের ভোগান্তির কথা চিন্তা করে আউলাবন থেকে মসজিদ পর্যন্ত ড্রেন নির্মানের নির্দেশ দেয় মেয়র। তার নির্দেশে গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফরহাদ দেওয়ান, শুক্কুর আলী, কাইয়ুম, রুহুল আমীন, সালাউদ্দিন জামাই হানিফ, জাকির হোসেন, নাসির উদ্দিন, জহিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেসার্স রতনা এন্টারপ্রাইজ উক্ত কাজটি বাস্তবায়ন করলে মুন্ন, রওশন, কাশেম ও সানিকরা এ কাজটি সম্পন্ন করছে। কাজটি সঠিকভাবে এবং মানসম্পন্ন হয় সেদিকে দৃষ্টি রাখার দাবি করেছে এলাকাবাসী।
Comments
comments