Download Free BIGtheme.net
Home / জেলার খবর / ঠাকুরগাঁওয়ে বসতবাড়িতে আগুন

ঠাকুরগাঁওয়ে বসতবাড়িতে আগুন

photo_3027

হাসেম আলী, জেলা প্রতিনিধিঃ জমি বিরোধকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ওই ইউনিয়নের দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, সাইদুর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন; মকবুল (৪৮), আব্দুল হাকিম (৪১), মকলেছুর রহমান (৩৪), আনিছুর (৪৯), আজিজ (৪৭), রাজু (২২), মানিক (২০), শাকিল (৩৩), জয়নাল আবেদীন (৬০), সম্পদ আলী (২৩), আবুল কাশেম (৩৮), জমি (২২) ও সাজু (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাইদুর রহমানের জমি দখলের চেষ্টা করে। এসময় সাইদুর রহমান সহ তাঁর পরিবারের লোকজন বাঁধা দিলে দুর্বৃত্তরা সাইদুরকে কুপিয়ে জখম করে এবং সাইদুর রহমানের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

সাইদুর রহমান অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আমার জমি দখলের চেষ্টা করে এবং আমার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও দুর্বৃত্তরা আমার জমিতে রোপনকৃত গাছপালা নষ্ট করে। এতে আমার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।

Comments

comments