Download Free BIGtheme.net
Home / জেলার খবর / শরীয়তপুরে ৪টি দোকানে নগত টাকা সহ ৪০ লাখ টাকার মালামাল চুরি

শরীয়তপুরে ৪টি দোকানে নগত টাকা সহ ৪০ লাখ টাকার মালামাল চুরি

photo_3029

শেখ জাভেদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুররের ছয়গাঁও বাংলা বাজারের ৩টি স্বর্নের দোকান ১টি মোবাইল ফোনের দোকানে চুরি ঘটনা ঘটেছে।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজারে ৪টি দোকানে চুরি হয়েছে। রবিবার দিবাগত অনুমানিক রাত ২ দিকে এক সশস্ত্র মুখোশধারী ডাকাত দল বাংলা বাজারের ব্যবসাই ৩টি সোনার দোকান ১ টি মোবাইলের দোকানে চুরি করে। দোকানদার দের দাবী চুরেরা ৩৫ ভরি স্বর্ণ,৩০ ভরি রুপা,নগত ৬ লাখ টাকা ও মোবাইল ফোনের ৬ হাজার টাকার কাড নিয়ে যায় ।

এদিকে ঘটনা স্থল পরির্দশন করেছেন ভেদরগঞ্জ থানার অফিসার ইনর্চাস মোঃ মেহেদী হাসান। তবে স্থানীয়দের অভিযোগ বাজার থেকে বর্তমানে কোন নাইট গার্ড নাই এবং ইউনিয়ন পরিষদের কোন চৌকিদার পরিষদে না থাকার কারনের এ চুরির হয়েছে। এছাড়াও পুলিশেরও কোন টহল থাকে না এই বাজারে যারকারনে চুরেরা দোকান ঘড়ের তালা ভেঙ্গে ইচ্ছা মত চুরি করে পালিয়ে যায়।

পুলিশ ওস্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে ২টার দিকে এক দল চুর ছয়গাঁও বাংলাবাজারে দেশি  অস্ত্র নিয়ে দোকান ঘর কোন লোক না থাকায় তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায়।

Comments

comments