অনলাইন ডেস্কঃ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার থেকে তার অর্থোপেডিক চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা।
আজ সোমবার তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।
রবিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে।
চিকিত্সক বলছেন, খাদিজা বেঁচে গেছেন। এখন তার সুস্থতার চেষ্টা করছেন তারা। খাদিজার হাতে অস্ত্রোপচার সম্পন্ন হলে অবস্থার আরো উন্নতি হবে।
Comments
comments