অনলাইন ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
রাজেন্দ্রপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার তাজ উদ্দিন জানান, ১২০ বগি বিশিষ্ট মিলিটারি স্পেশাল মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তনের সময় পেছন দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস, ফোরটি সেভেন আপ যাত্রাবিলম্ব করে।
Comments
comments