অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের গঠনতন্ত্রের সংশোধনী অনুমোদন করেছেন সারা দেশের কাউন্সিলররা।
রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এ কাউন্সিল অধিবেশন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।
গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘গঠনতন্ত্র যুগোপযোগী করা হয়েছে। ভবিষ্যতের জন্য সাজানো হয়েছে। আপনাদের সম্মতি থাকলে হ্যাঁ বলে সমর্থন জানান’।
এ সময় কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বললে কণ্ঠভোটেই এ সংশোধনী অনুমোদিত হয়ে যায়।
এর আগে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে প্রথমে ঘোষণাপত্রের সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
পরে শেখ হাসিনার আহ্বানে কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বলে সমর্থন জানালে কণ্ঠভোটে এ সংশোধনীও অনুমোদিত হয়।
Comments
comments