জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে সবুর প্রামাণিক (৪৭) নামে এক সাবেক সেনা সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামে সবুরের বাড়ির পাশের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে সবুরের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও স্থানীয় জনগণ পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Comments
comments